মোঃ রায়হান মাহামুদ: গাজীপুরের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ই মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বর্নাঢ্য র্যালি বের হয়। যেখানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালম আজাদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইসরাত জাহান প্রমূখ।
এ সময় অন্যান্যের উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার শামসুন্নাহার, কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মেঃ আবু বকর, মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিলুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন পনির, সদস্য এনামুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭৩ সালে সর্বপ্রথম সিপিপি প্রকল্পের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু দুর্যোগ প্রস্তুতি নেওয়ার উদ্যোগ নিয়ে ছিলেন।