মো. ইউছুপ মজুমদার :
বান্দরবানের লামা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে স্মার্ট পরিসংখ্যান,উন্নয়নের সোপান প্রতিপাদ্য সামনে রেখে এই দিবস উপলক্ষে আয়োজিত র্যালী ও আলোচনা সভা জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ ভবন থেকে র্যালীটি শুরু হয়ে লামা বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত। সামগ্রিক তথ্য সরবরাহ করার জন্য পরিসংখ্যান দপ্তরের ভূমিকা সবচেয়ে বেশি, প্রতিটি কাজে স্মার্ট হওয়া জরুরি। তথ্যের জন্য সবচেয়ে Reliable source হল পরিসংখ্যান দপ্তর। উপজেলা পর্যায়ে Data Bank থাকা দরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) এস.এম রাহাতুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়ার, উপজেলা প্রকৌশলী,আইসিটি অফিসার, উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগন উপজেলা ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দসহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন,স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান, Smart Statistics, Instrumental to Development. Reliable Statistics part of a sustainable Development নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান। Better Data,Better Lives উন্নত পরিসংখ্যান, উন্নত জীবন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যই সরকারি পরিসংখ্যান হিসেবে পরিগনিত হবে। সময়োপযোগী ও সঠিক পরিসংখ্যানের সাহায্যে সঠিক পরিকল্পনা গ্রহণ করে সরকার ২০৪১ সালের মধ্যে জাতির জনকের স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত,উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।
পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দেশের পরিকল্পনা প্রনয়ন,উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষনে সঠিক,সময়োপযোগী ও মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত করা বিবিএস এর দায়িত্ব।এক সময় বলা হতো জ্ঞানই শক্তি,আর এখন বলা হয় তথ্যই / ইনফরমেশন ইজ পাওয়ার। আরও বলেন, লামা উপজেলার স্বাক্ষরতার হার ৬৫.৭৩ পুরুষ ৬৯.৭১ মহিলা ৬১.৬৮ খানার আকার/ সাইজ: ৪.৪৭ জনসংখ্যা ঘনত্ব:১০৭ জন (প্রতি বর্গকিলোমিটারে)।
Posted ২:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta