নিজস্ব প্রতিনিধি: ভাইরাস জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩৫ শিশু নিবাসীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী হাসপাতালে চিকিৎসা নেয়া বন্দি শিশুদের মধ্যে আরিফুল (১৬), মহিদুল (১৭), হাফিজ উল্লা (১৭), ফেরদৌস (১৮), সিফাত (১৫), তামিম (১৮), মালু মং (১৬) ও উসাই চিংয়ের (১৭) নাম উল্লেখ করেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন। তাদের বেশিরভাগই জ্বর-ঠাণ্ডায় আক্রান্ত, কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. তারিক হাসান জানান, তারা বেশিরভাগই ভাইরাল জ্বরে আক্রান্ত। হাসপাতালে শিশুদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া ছাড়াও কিশোর উন্নয়ন কেন্দ্রে গিয়েও তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তবে চিকিৎসার পরে তাদের অবস্থার উন্নতি হচ্ছে। তত্ত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২২ বন্দি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। আরও ১৩ জনের মতো অসুস্থ শিশু বন্দি রয়েছে। তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, হাসপাতালে হয়নি। এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ কেন্দ্রের বন্দি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার রফিক আহমদের ছেলে মারুফ আহমেদ (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta