মোঃ আফজাল হোসেন : টাঙ্গাইলের কালিহাতিতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নীসংযোগের ঘটনা ঘটেছে বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ) সন্ধ্যার পর থেকে ভিডিওটি ভাইরাল হয় তবে ঘটনাটি ভুয়া বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও লতিফ সিদ্দিকীর একাধিক স্বজনরা।
আব্দুল লতিফ সিদ্দিকীর স্বজনরা বলেন, এই ধরনের কোন ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটি শুধুমাত্র গুজব। আইন-শৃঙ্খলা বাহিনী লতিফ সিদ্দিকীর বাসায় নিরাপত্তা দিয়ে রেখেছে। রাতে কালিহাতী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন গণবার্তা কে জানিয়েছে, আব্দুল লতিফ সিদ্দিকীর বাসায় অগ্নিসংযোগ এর ঘটনাটি গুজব। তিনি আরো বলেন লতিফ সিদ্দিকীর বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘ আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। সেখানে মিছিল নিয়ে একদল লোক প্রবেশ করে। এক সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে তারা গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর ১২ টার দিকে পুলিশ এলে তারা লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত ১৫ জনকে হেফাজতে নিয়ে যান।
Posted ১২:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta