মোহাম্মদ আল মামুন : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চকপাড়া গ্রামের জামিল (২০) তার পিতা সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার অভিযোগে আটক হয়েছেন। আটককৃত ছেলে জামিল (২৭ আগস্ট) এ ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন।
ঘাটাইল থানা পুলিশ ও নিহত সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান জানায়, সুমন গ্রামের পাশেই ধলাপাড়া বাজারে ওষুধের ফার্মেসির ব্যবসা করতো। প্রায় বছর চারেক আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে সুমনের ছাড়াছাড়ি হয়। কি কারণে বাবাকে জামিল হত্যা করল তা বুঝতে পারছি না। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।
স্থানীয়রা জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। গত (২০ আগস্ট) রাতে সুমন ও জামিল একই ঘরে ঘুমাতেন। কয়েকদিন ধরে অসুস্থ থাকার সুযোগে জামিল তার বাবা সুমনকে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে মৃত্যু নিশ্চিত করেন। পর দিন (২১ আগস্ট) জামিল প্রতিবেশীদের জানান, তার পিতা সুমনের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। তবে লাশের অবস্থা দেখে প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করেন। এ ঘটনার তিন দিন আগে জামিল লাশ গুম করার জন্য বাড়ির পেছনে একটি গর্ত খুঁজে খড়কুটো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলেন।
ঘটনার সাত দিন পরে সন্দেহজনক আচরণে প্রতিবেশীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে জামিল নিজের দোষ স্বীকার করেন। আর লাশ গুম করতে গর্তটিও খুঁড়েছিলেন তিনি। হত্যাকারি জামিলের স্বীকারোক্তি শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ জামিলকে আটক করেন।
নিহত সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান বুধবার (২৭ আগস্ট) রাতে ছেলে হত্যার বিচার দাবিতে ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানায়, অভিযোগ হাতে পেয়েছি। আসামি জামিলকে আটক করে থানায় আনা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।
Posted ৬:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta