দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে দিশেহারা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে ঝালোরচর এলাকাবাসী। দীর্ঘদিন হয়ে এই এলাকা মানুষের শত শত বিঘা জমি ব্রহ্মপুত্র নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে কয়েকটি গ্রামের বসতবাড়ি, বাজার, ব্রিজ,মসজিদ ও মাদ্রাসা সহ আরো অনেক স্থাপনা হুমকিতে রয়েছে ।
১৬ আগস্ট শনিবার সরেজমিনে গেলে দেখা যায়,ঝালরচর বাজারে পশ্চিম পাশের মসজিদ ও বাজারের কিছু অংশ যে কোন মুহূর্তে ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হতে পারে।
এ সময় এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাহাদুরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছয়মুদ্দিন। তিনি জানান, এলাকাবাসী বিভিন্ন সময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কারণে বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা সবকিছু ছেড়ে এলাকা ছেড়ে চলে গেছে।
তাই আমাদের দাবি এখনো এই এলাকা বিভিন্ন স্থাপনা রয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে নদীর গর্ভে বিলীন হতে পারে।
এ সময় ভাঙ্গন স্থলে উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ ,মুল্লুক মিয়া,মোহাম্মদ আলী ,জহরুল হক, আবুল কাশেম, আলমাস ,সবুজ, নুরুল, জহিদ, হাফিজুর ,জহর আলী, আমিনুল, কামাল, শামীম, হামিদুর, রশিদ সহ অনেকেই।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta