আজ, Wednesday


১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

জুয়ার আসর থেকে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৩৫ জন

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
জুয়ার আসর থেকে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৩৫ জন
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : জুয়া খেলার সময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৫ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে টাঙ্গাইল শহর অবস্থিত শতাব্দী ক্লাব থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী রয়েছেন। এ সময় ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ সেট তাস ও মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে রাতেই সেনাবাহিনী আটকদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে।আটক ব্যক্তিরা হলেন- রক্ষিত বিশ্বজিৎ (৫৫), শাহ আলম খান মিঠু (৫৫), জসিম উদ্দিন (৫৭), গোলাম মাওলা (৪৮), শাহিন আহমেদ (৫০), আবু জাফর খান (৪৪), আব্দুর রশিদ (৫৫), মঈন খান (৬০), মোস্তফা কামাল (৫৮), বিশ্বনাথ ঘোষ (৫৪), একে এম মাসুদ (৫৫), শিপন (৫৮), শফিকুল ইসলাম (৬০), এস এম ফরিদ আমিন (৫৫), কবির হোসেন (৫০), মোশারফ উদ্দিন (৫০), হাবিল উদ্দিন (৪০), মহব্বত আলী (৫৫), জাহিদ (৪৪), প্রিন্স খান (৬৫), সৈয়দ শামসুদ্দোহা (৪৫), রফিকুল (৫৫), বিশ্বজিৎ (৪৫), সাদেকুর (৫০), সেলিম (৪৫), হাসান আলী (৫০), রফিক (৪০), শাহ আলম (৫৫), সিরাজুল (৪৫), আশিকুর রহমান (৪৬), শফিক (৫২), আখতারুজ্জামান (৪৩), আরমান (৪৩) ও শামসুল (৫৬)।

একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাবে জুয়ার খেলার আসর চলে আসছিল। গভীর রাত পর্যন্ত চলত এই জুয়া খেলা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বুধবার (১৩ আগস্ট) দুপুরে আটককৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com