কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারীকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। তবে কি মামলায় তাকে গ্রেফতার করা হয় তা জানাযায়নি।
আজ বুধবার বিকালে তাকে কালকিনি মাছ বাজার থেকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করেন থানার ওসি। গ্রেফতার হওয়া খায়রুল আলম খোকন বেপারী কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানাগেছে, আওয়ামীলীগের নেতাখায়রুল আলম খোকন বেপারী প্রকাশ্যে বেশ কিছুদিন ধরে উপজেলা সদর দিয়ে বিভিন্নস্থানে ঘোরাফেরা করে আসছিলেন। এ খবর পেয়ে কালকিনি থানা পুলিশ তাকে কালকিনি মাছ বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, আ.লীগ নেতা খায়রুল আলম খোকন বেপারীর সন্ধান পেয়ে তাকে আমরা গ্রেফতার করেছি। কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি পরে জানানো হবে।
Posted ৫:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta