আজ, Sunday


২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শেরেবাংলায় আজ বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি

রবিবার, ২০ জুলাই ২০২৫
শেরেবাংলায় আজ বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। আজ সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে প্রথম ম্যাচ। গত মে মাসে নিজেদের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। আজ সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে প্রথম ম্যাচ। গত মে মাসে নিজেদের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। বাংলাদেশ সেই ধাক্কা সামলে উঠে সদ্যই শ্রীলংকার মাঠে তিন ম্যাচের সিরিজ জিতেছে। দুই দলের অধিনায়কই তাই এ সিরিজে ভালো করতে প্রত্যয়ী। শক্তিমত্তায়, রেকর্ডে এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ২২ বারের মোকাবেলায় ১৯টিতে জিতে এগিয়ে রয়েছে এ ফরম্যাটের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। বাংলাদেশের জয় মাত্র তিনটি। এ তিন জয়ের মধ্যে একটি এসেছে ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে। বাকি দুটি জয় এসেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০১৫ ও ২০১৬ সালে। সেই মিরপুরেই খেলা বলে ভালো করতে আশাবাদী লিটন দাসের দল। বাংলাদেশ সফরে আসা পাকিস্তান টি-টোয়েন্টি দলটি নতুনে ভরা। সর্বশেষ বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলা পাকিস্তান দলে ছিলেন না বর্তমান অধিনায়ক সালমান আগা। এমনকি সাড়ে তিন বছর আগের সেই সিরিজে পাকিস্তান দলের বেশির ভাগ খেলোয়াড়ই নেই এবারের স্কোয়াডে। তবু আত্মবিশ্বাসী পাকিস্তান দল। তারা বাংলাদেশের কন্ডিশনে ভালো করতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অভিজ্ঞতা কাজে লাগাতে চান। পাকিস্তানের ১৫ জনের স্কোয়াডে নয়জনই বিপিএলে খেলেছেন। ফখর জামান, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ বিপিএল খেলে গেছেন। গতকাল সংবাদ সম্মেলনে সালমান আগা এ নিয়ে বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বেশির ভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের ইনপুট ও অভিজ্ঞতা নেয়া। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের ইনপুট দিয়েছে, আমরা ওই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। বিপিএল খেলে বাংলাদেশের খেলোয়াড় ও এখানকার কন্ডিশন সম্পর্কে পাকিস্তানি ক্রিকেটারদের জানার বিষয়টি উঠে এল লিটন দাসের সংবাদ সম্মেলনেও। তিনি এ নিয়ে বললেন, ‘এটা তো খুব ভালো জিনিস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মজাই এটা যে বিশ্বের সব ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ থাকে, বন্ধুত্ব করার সুযোগ থাকে। এটা দুদিক থেকেই কাজে দেবে। তারা যেমন আমাদের শক্তি-দুর্বলতার জায়গা জানবে, আমরাও তাদের সঙ্গে খেলে তাদের শক্তি-দুর্বলতা জানি। তাই আমার মনে হয় না, খুব একটা সমস্যা হবে। তবে ইকুয়ালি এটা খুব ভালো দিক। এদিকে ঢাকায় গত কয়েক দিন ছিল টানা বৃষ্টি, এখন ঝলমলে রোদ, গরমও বেশ। এমন কন্ডিশন নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা দেখব কন্ডিশন কেমন আর আমরা কীভাবে খেলতে চাই। যদি কন্ডিশন তেমন হয় (আক্রমণাত্মক ক্রিকেট খেলার মতো), তাহলে আমরা খেলব। যদি কন্ডিশন তেমন না হয়, তাহলে আমরা ওই অনুযায়ী খেলব। আমাদের লক্ষ্য (মাঠের) গড়ের চেয়ে ১০-১৫ রান বেশি করা। যখন আমরা বল করব, তখন (প্রতিপক্ষ) দলকে গড়ের চেয়ে কমে আটকে রাখা। মিরপুরে চিরাচরিতভাবে রান উঠলেও ফ্লাডলাইটে সর্বশেষ ১০টি ম্যাচে প্রথম ইনিংসের গড় স্কোর ১২৫। এর মধ্যে আছে ২০২১ সালে কুখ্যাত স্পিনিং উইকেটে অস্ট্রেলিয়াকে ৪-১-এ ও নিউজিল্যান্ডকে ৩-২-এ সিরিজে টাইগারদের হারানোর ঘটনা। ওই দুটি সিরিজ নিয়ে সমালোচনা কম হয়নি। লিটন দাস চান, এবার যেন স্পোর্টিং উইকেট হয়, রান ওঠে। তিনি বলেন, ‘আমি একমত যে ওই সিরিজ দুটিতে ব্যাটারদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com