আজ, Monday


২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সোমবার থেকে কমতে পারে সারা দেশের তাপমাত্রা

রবিবার, ১১ মে ২০২৫
সোমবার থেকে কমতে পারে সারা দেশের তাপমাত্রা
সংবাদটি শেয়ার করুন....

 স্টাফ রিপোর্টার:

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মাঝেই স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার (১৩ মে) থেকে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

রোববার (১২ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্তমানে চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোরে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য অঞ্চলেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।

তবে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। এদিন দেশের কিছু অংশে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। ফলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

এ ধারাবাহিকতা বজায় থাকলে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবারও ময়মনসিংহ, সিলেট, কুষ্টিয়া, কুমিল্লা, রংপুর, রাজশাহী ও ঢাকাসহ কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার এমন পরিবর্তনে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা থাকলেও, সাপ্তাহিক পূর্বাভাসে দেখা যাচ্ছে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেলেও পুরোপুরি স্বস্তি পেতে সময় লাগতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com