গণবার্তা রিপোর্টার : সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হওয়ার খবর জানিয়েছে বিজিবি।সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হওয়ার খবর জানিয়েছে বিজিবি। গতকাল সকালে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, ‘আলমগীর নামে এক ব্যক্তি অবৈধ পথে ভারতে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে বাংলাদেশের আসার পথে বিএসএফের গুলিতে আহত হন তিনি।’ চিকিৎসক জানায়, ‘আলমগীরের শরীরের কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।
Posted ৮:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta