আজ, Monday


৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, ১৬টি জলকপাট খুলতে পারে আজ

সোমবার, ০৪ আগস্ট ২০২৫
বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, ১৬টি জলকপাট খুলতে পারে আজ
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্টার : রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ এমএসএল। হ্রদের পানির বর্তমান উচ্চতা বিপৎসীমার কাছাকাছি। হ্রদের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য সোমবার বিকাল ৩টায় স্প্রিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে করে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ এখন পানিতে টইটম্বুর। হ্রদের পানি ১০৭ মিনস সি লেভেল (এমএসএল) পূর্ণ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার (৪ আগস্ট) বিকালে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। রোববার (৩ আগস্ট) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে জানানো হয়, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ এমএসএল। হ্রদের পানির বর্তমান উচ্চতা বিপৎসীমার কাছাকাছি। হ্রদের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য সোমবার বিকাল ৩টায় স্প্রিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে করে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে। বর্তমানে হ্রদের পানির স্রোত ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বলেন, ‘যদি কাপ্তাই হ্রদের পানির লেভেল বেশি থাকে তাহলে সোমবার বিকালে খুলে দেয়া হবে। আর যদি কম থাকে, তাহলে তার পরেরদিন খুলবে। সোমবারই খোলা হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। উল্লেখ্য, বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে। আর কর্ণফুলী অববাহিকার শেষ গন্তব্য বঙ্গোপসাগরে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com