আজ, Wednesday


৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : তফসিল অনুসারে, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। প্রধান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন অধ্যাপক জসীম উদ্দীন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন।

তফসিল অনুসারে, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এছাড়া ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে আগামীকাল, চূড়ান্ত তালিকা প্রকাশ ১১ আগস্ট, মনোনয়ন বিতরণ ১২ থেকে ১৮ আগস্ট, বাছাই ২০ আগস্ট, প্রার্থীদের তালিকা প্রকাশ ২১ আগস্ট ও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট।

গত ১০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল রুমে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা জানায় নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারবে না, ভোটার তালিকায় ছবি ও কিউআর কোড থাকবে, গুজব রোধে কমিটি করা হবে, তফসিল ঘোষণার ৪৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজন এবং ভোটদান সংক্রান্ত টিউটোরিয়াল ভিডিও প্রকাশ ইত্যাদি।

শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে ভোট হয়েছে মাত্র আটবার। অথচ ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে প্রতি বছরই ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। সেখানে গত সাড়ে তিন দশকে নির্বাচন হয়েছে কেবল একবার।

সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। সেই সংসদের মেয়াদ পূর্তির পর পেরিয়ে গেছে আরো ছয় বছর। নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে থাকছে না শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর ডাকসু নির্বাচনের দাবি আবার জোরালো হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেয়। গঠন করে দেয় বিভিন্ন কমিটিও।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com