আজ, মঙ্গলবার


৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

১১ মাসে ৭৬৮টি অনুসন্ধান দুদকের

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
১১ মাসে ৭৬৮টি অনুসন্ধান দুদকের
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত (১১ মাস) দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ১২৮২৭টি অভিযোগের এসেছে। এ সময়ে ৭৬৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। সবচেয়ে বেশি অনুসন্ধান শুরু হয় চলতি বছর। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫৩০টি অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। জানুয়ারি মাসে ৯৬, ফেব্রুয়ারি মাসে ৯৫, মার্চ মাসে ১০১, এপ্রিল মাসে ১১৮, মে ৭২ ও জুন মাসে ৪৮টি অনুসন্ধান শুরু হয়। অন্যদিকে, গতবছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ২৩৮টি অনুসন্ধান শুরু হয়। আগস্ট মাসে ৩৬, সেপ্টেম্বর মাসে ১০০, অক্টোবর মাসে ৭৩, নভেম্বর মাসে ০ ও ডিসেম্বর মাসে ২৯ টি অনুসন্ধান করা হয়। এ সময়ে দুদকের জালে ফেঁসেছেন ২ হাজার ৭৮৮ জন দুর্নীতিবাজ। যারা সরাসরি অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের বিভিন্ন মামলা বা চার্জশিটভুক্ত আসামি হয়েছেন, তাদের মধ্যে ১ হাজার ৪৩২ জন মামলার ও ১ হাজার ৩৫৬ জন চার্জশিটভুক্ত আসামি। আর আসামিদের মধ্যে ৩৪৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ১১৪, ৯২জন রাজনীতিবিদ এবং ৭১৫ জন বেসরকারি চাকরিজীবিসহ অন্যান্য পেশার ব্যক্তি মামলার আসামি। বাকিরা বিভিন্ন পেশার চার্জশিটভুক্ত আসামি। প্রতিবেদন সূত্রে জানা যায়, গত জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে দুদকে অভিযোগ জমা পড়েছে ৫ হাজার ৯২৯টি, মামলা হয় ২৫৫টি, চার্জশিট দেয় ১৭৫টি, চার্জশিটভুক্ত আসামি ৫৩৮ জন, দুদকের মামলার মোট আসামি ৯৮৩ জন, যার মধ্যে রাজনীতিবিদ রয়েছেন ৬৮, সরকারি চাকরিজীবী ২১১ জন, জনপ্রতিনিধি ১৪ জন। দুদক থেকে পাওয়া পরিসংখ্যান অনুসারে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত গত ১১ মাসে বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাই শেষে ১২ হাজার ৮২৭টি অভিযোগ দুদকে জমা হয়েছে। এর মধ্যে ৭৬৮ অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়। এ সময়ে ৩৯৯টি মামলা ও ৩২১টি মামলার চার্জশিট দেয় দুদক। মাস হিসেবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সর্বাধিক ৭০ ও ৫৪টি মামলা দায়ের করা হয়। মামলায় আসামিদের মধ্যে ৩৪৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ১১৪, ৯২ জন রাজনীতিবিদসহ ১২৬৪ দুর্নীতিবাজ দুদকের জালে ফেঁসেছে। ওই সময়ে ২২৩ জনের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ দেয় দুদক। একই সময়ে ৯টি অভিযোগের পরিসমাপ্তি (অভিযোগ থেকে অব্যাহতি) হয়। ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ২৩৮ অনুসন্ধান, ৪ পরিসমাপ্তি, ৬২টি সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। আলোচ্য সময়ে ১৪৪ মামলা, ১৪৬ অভিযোগপত্র দেয় দুদক। এসব মামলায় আসামির সংখ্যা ৪৪৯ জন, অভিযোগপত্রে আসামি ৮১৮ জন। জানতে চাইলে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জাগো নিউজকে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কমিশনের অনুসন্ধান ও তদন্ত কাজে গতি এসেছে। পরিসংখ্যান বিবেচনা করলে বিশেষ করে গত ৬ মাসে অভিযোগ, মামলা ও চার্জশিট দেওয়ার পরিমাণ বেড়েছে। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর দুদকের কাজের অনেকটা অগ্রগতি হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com