আজ, Wednesday


২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

যে কারণে প্রভাসের নায়িকা হতে রাজি হলেন না দীপিকা

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
যে কারণে প্রভাসের নায়িকা হতে রাজি হলেন না দীপিকা
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত আলোচিত ‘স্পিরিট’ ছবিতে লাগল বড় ধাক্কা। ছবিটি থেকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সরে দাঁড়িয়েছেন। এর আগে ছবিটি থেকে সরে গেছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর।

সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা দীপিকাকে কেন্দ্রীয় নারী চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন। তবে পারিশ্রমিক নিয়ে মতবিরোধ তৈরি হয়। সেজন্য তিনি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন।

সূত্র বলছে, দীপিকা ৪০ কোটি রুপি দাবি করেন ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের জন্য। কিন্তু প্রযোজকরা ২০ কোটির বেশি দিতে রাজি হননি। ফলে সমঝোতা হয়নি। দীপিকাও ছবিটি থেকে সরে দাঁড়ান।

এর আগে সাইফ ও কারিনার ক্ষেত্রেও একই সমস্যা দেখা দেয়। পরিচালক যদিও বারবার অনুরোধ করেন যেন তারা পারিশ্রমিক কমিয়ে ছবিতে থাকেন। তবে তারাও শেষ পর্যন্ত ‘না’ বলে দেন।

‘স্পিরিট’ মূলত একটি অ্যাকশনধর্মী পুলিশ কাহিনি। সেখানে একজন রাগী পুলিশ কর্মকর্তার চরিত্রে থাকবেন প্রভাস। তার বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল দীপিকাকে। এখন তিনি রাজি না হওয়ায় শেষপর্যন্ত কাকে দেখা যাবে সেটি জানতে অপেক্ষা করতেই হচ্ছে।

ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যেই প্রভাস ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘দ্য রাজা সাব’, ‘প্রভাসহানু’, ‘সালার ২’ ও ‘কাল্কি ২৮৯৮ এ.ডি’ নিয়ে। পাশাপাশি ‘কান্নাপা’ ছবিতে বিশেষ অতিথি চরিত্রে হাজির হবেন প্রভাস।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com