শুটিংয়ের জন্য আবারও দেশ ছাড়লেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এবার নিউইয়র্ক, দুবাই, মুম্বাই কিংবা লন্ডন নয়, ঢাকাই সিনেমার এই ‘রাজকুমার’ গেলেন দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর দেশ, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা-তে।সেখানে ‘তাণ্ডব’ ছবির গান ও একেবারে শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে শুক্রবার সকালে ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন শাকিব খান।জানা যায়, প্রায় এক সপ্তাহ শ্রীলঙ্কা থাকবেন শাকিব। এই শুটিংয়ে অংশ নেবেন সাবিলা নূরও।
গেল মাস থেকে টানা চলছে ‘তাণ্ডব’র শুটিং। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে ছবি ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এর আগে শাকিবের জন্মদিনে তাণ্ডবের লুক প্রকাশ করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, দুই-তিনদিনের মধ্যে তাণ্ডবের অফিশিয়াল টিজার প্রকাশ হবে।
আসন্ন ঈদুল আযহায় মুক্তি পাবে ‘তাণ্ডব’, যেটি পরিচালনা করেছেন ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফী। প্রযোজনা করছেন শাহরিরায় শাকিল। শাকিব-সাবিলা ছাড়াও ছবিতে আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।
গেল ঈদে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তি পায়। মুক্তি দেড় মাস পেরিয়ে গেলেও এখনও সিনেপ্লেক্সগুলোতে চলতি সপ্তাহে ৩৩ টি শো চলছে। পাশাপাশি ব্লকবাস্টার, লায়নে দৈনিক সর্বোচ্চ নিয়ে প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’।
প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানায়, বিশ্বব্যাপী ‘বরবাদ’ ৭৫ কোটি টাকার বেশি ক্রস কালেকশন করেছে, যা বাংলাদেশি সিনেমার ইতিহাসে ব্যবসায়িক সাফল্যে নতুন এক মাইলফলক।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta