দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন বহুদিনের। তবে সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে ‘কিংডম’ খ্যাত এই অভিনেতা বিষয়টি সচেতনভাবেই এড়িয়ে গেলেন। ব্যক্তিগত জীবন নিয়ে কি ভাবছেন জানতে চাইলে তিনি সরাসরি বলেন, ‘এ মুহূর্তে জীবনসঙ্গী খুঁজছি না।’
কেমন স্ত্রী চান? এ প্রশ্নে বিজয়ের সোজা উত্তর, ‘এখন এ বিষয়টা আমি ভাবছি না। তাই কোনো রকম বা ধরন সম্পর্কেও বলতে পারছি না।’
আপনার জীবনসঙ্গীর যে মানদণ্ড সেখানে রাশমিকা মান্দানাকে কি রাখা যায়, জানতে চাইলে বিজয় বলেন, ‘ভাল হৃদয়ের যেকোনো নারীকেই সঙ্গী করা যায়।’
এ সময় রাশমিকার সঙ্গে বিজয় অনস্ক্রিন জুটি নিয়ে বলেন, ‘একসঙ্গে খুব বেশি কাজ করা হয়নি আমাদের। ভবিষ্যতে তাই ওর সাথে আরও কাজ করতে চাই। সে অনেক মেধাবী ও মিষ্টি একটা মেয়ে। দিনে দিনে সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। ওর মতো সহকর্মীর সঙ্গে কাজ করার আনন্দ আছে।’
গুঞ্জন রয়েছে তেলেগু ইন্ডাস্ট্রির পরবর্তী প্রকল্প ‘ভিডি১৪’ ছবিতে আবারও একফ্রেমে দেখা যাবে বিজয়-রাশমিকাকে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে বিজয় এখন ব্যস্ত গৌতম তিন্নানুরি পরিচালিত স্পাই থ্রিলার ‘কিংডম’ নিয়ে। দুই পর্বের এ সিরিজের প্রথম ছবি মুক্তি পাবে ৪ জুলাই। ছবিতে মুখ্য নারী চরিত্রে আছেন ভগ্যশ্রী বোর্সে। ছবির প্রথম গান ‘হৃদয়ম লোপালা’ ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta