দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরই দেশের বিভিন্ন প্রান্তে ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হচ্ছে ঝিনাইদহে। এই জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর বীজ উৎপাদন খামারে এবারের পর্ব ধারণ করা হবে। এরই মধ্যে রং-বেরঙে সাঁজানো হয়েছে দত্তনগর কৃষি ফার্মের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণ।
আজ (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া নিয়ে এবারের ইত্যাদি সাজানো হয়েছে। সীমান্তবাসীদের জীবনগাঁথা, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পৈত্রিক ভিটা, এশিয়ার সর্ববৃহৎ বটবৃক্ষ বেথুলি বটগাছ ও জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাওড়ের গল্প জায়গা পাচ্ছে ‘ইত্যাদি’র এবারের পর্বে।
বরেণ্য উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনায় জমে উঠবে পুরো আয়োজন, এমনটাই এলাকাবাসীর প্রত্যাশা।এদিকে ইত্যাদি’র আয়োজনকে ঘিরে ঝিনাইদহ জেলা সহ আশেপাশের জেলা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্বচক্ষে ইত্যাদি দেখতে অধির আগ্রহে স্থানীয়রা।
এরই মধ্যে নিরাপত্তাসহ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তপ্ত দুপুর গড়িয়ে বিকাল হতেই দর্শকের আনাগোনা বাড়তে শুরু করেছে। কৌতুহলী চাহনিতে মঞ্চের দিকে মুখিয়ে আছে নানা শ্রেণী পেশার দর্শক।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বার্তা২৪.কমকে বলেন, ‘‘ইত্যাদি’ আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, আনসারের পাশাপশি থাকছে সেনাবাহিনী। সবকিছু ঠিকঠাক থাকলে ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ অনুষ্ঠান চলমান থাকবে।’
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta