আজ, Wednesday


১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ফিলিস্তিনের সেই মর্মান্তিক শিশুহত্যা নিয়ে সিনেমা

মঙ্গলবার, ১৩ মে ২০২৫
ফিলিস্তিনের সেই মর্মান্তিক শিশুহত্যা নিয়ে সিনেমা
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের মৃত্যু নাড়া দিয়ে বিশ্ব মানবতাকে। সেই শিশুর মর্মান্তিক গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন তিউনিসিয়ার খ্যাতনামা নির্মাতা কাউথার বেন হানিয়া।

ভ্যারাইটি জানিয়েছে, ছবিটি নির্মাণে অংশ নিচ্ছেন অস্কারজয়ী প্রযোজক ওডেসা রে এবং জেমস উইলসন। এই ছবির পেছনে অর্থায়ন করছে ব্রিটেনের প্রভাবশালী চলচ্চিত্র সংস্থা ফিল্ম ফোর।

হিন্দ রাজাবের ঘটনা নিয়ে তৈরি এই চলচ্চিত্রের শুটিং চলছে তিউনিসিয়ার একটি গোপন লোকেশনে। সেখানে যুদ্ধবিধ্বস্ত গাজার পরিবেশ হুবহু পুনর্গঠন করা হয়েছে। এখনও ছবিটির নাম চূড়ান্ত হয়নি। আপাতত এটি পরিচিত আছে আনটাইটেল্ড কাউথার বেন হানিয়া প্রজেক্ট নামে।

গত বছরের ২৯ জানুয়ারি হিন্দ রাজাব তার পরিবারসহ গাজা শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় একটি গাড়িতে উঠে ছিল। পথে ইসরায়েলি বাহিনী গাড়িটিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করলে ঘটনাস্থলেই নিহত হন হিন্দের চাচা, চাচি এবং তিন চাচাতো ভাইবোন। গুলিবিদ্ধ হিন্দ গাড়ির ভেতর জীবিত অবস্থায় আটকে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের সঙ্গে ফোনে যোগাযোগ রাখে সে সাহায্যের আশায়।

পরে তার উদ্ধারে আসা অ্যাম্বুলেন্সও গুলিবর্ষণের শিকার হয়। ১০ ফেব্রুয়ারি, ইসরায়েলি বাহিনীর সাময়িক পেছনে সরে যাওয়ার পর গাড়িটি খুঁজে পাওয়া যায়। দেখা যায় হিন্দসহ উদ্ধারকর্মীরাও নিহত হয়ে পড়ে আছে।

ইসরায়েল প্রথমে এই হামলার দায় অস্বীকার করলেও ওয়াশিংটন পোস্ট এবং স্কাই নিউজের যৌথ অনুসন্ধানে দেখা যায়, ঘটনাস্থলে একাধিক ইসরায়েলি ট্যাংক মোতায়েন ছিল। সেখান থেকে সরাসরি হিন্দের গাড়ির ওপর গুলি চালানো হয়।

স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণে দেখা যায়, অন্তত তিনশ পঁইত্রিশ রাউন্ড গুলি ছোঁড়া হয় গাড়িটির দিকে। ফরেনসিক আর্কিটেকচার নামের আরেকটি অনুসন্ধান সংস্থা জানিয়েছে, উদ্ধারকারী অ্যাম্বুলেন্সেও গুলি ছোঁড়া হয় ইসরায়েলি ট্যাংক থেকে।

হিন্দ রাজাবের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের জন্ম দেয়। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র বিক্ষোভের সময় একটি ভবনের নামকরণ করা হয় হিন্দ হল নামে।

চলচ্চিত্রটির পরিচালক কাউথার বেন হানিয়া এর আগেও সামাজিক ও রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে কাজ করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। তার নির্মিত বিউটি অ্যান্ড দ্য ডগস এবং দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন নামে দুটি ছবি অস্কারে মনোনীত হয়। সর্বশেষ চার কন্যা নামে একটি তথ্যচিত্র ২০২৪ সালের সেরা প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার মনোনয়ন পায়।

নতুন এই চলচ্চিত্রে শুধুমাত্র হিন্দ রাজাবের করুণ মৃত্যুই নয়, গাজার মানবিক সংকট, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের অনুপস্থিতির মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে মনে করছেন নির্মাতারা। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী দর্শকের কাছে ফিলিস্তিনের শিশুদের কষ্ট ও লড়াইয়ের এক বাস্তবচিত্র হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com