আজ, Wednesday


১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বেইলি রোডের স্মৃতি ভুলে রোজার সঙ্গে তাহসানের বৃষ্টিবিলাশ

সোমবার, ১২ মে ২০২৫
বেইলি রোডের স্মৃতি ভুলে রোজার সঙ্গে তাহসানের বৃষ্টিবিলাশ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

রাজধানীর বেইলি রোডে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গানটি গাইছিলেন তাহসান। গানটির ‘এখনো বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’ লাইনটি এলে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি, এরপর হঠাৎ গান গাওয়া থামিয়ে মাইক্রোফোনে তাহসান বলে উঠলেন, ‘একদিন এই বেইলি রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই অ্যান্ড আই ডোন্ট কেয়ার।’ তারপর তাহসান আবার গাইলেন গানের শেষ অংশ।

ঘটনাটি ২০১৯ সালের ৯ নভেম্বর সন্ধ্যার। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছিল। বিরহ কাটিয়ে সেই তাহসান এখন রোজা আহমেদকে সঙ্গে নিয়ে নতুন করে জীবন শুরু করেছেন। সেই জীবনে বৃষ্টি নিয়ে তৈরি হয়েছে তাহসানের নতুন স্মৃতি।

আজ সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি শেয়ার করেন তাহসানের স্ত্রী রোজা আহমেদ।

সেখানে দেখা গেছে, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা।

শুধু তাই নয়, এ সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থায় দেখা যায়। সঙ্গে তাদের চোখে-মুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট।

রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে এর গানের সুর।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com