আজ, Wednesday


১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কোরবানির এক সিনেমায় জয়া-অপি-জাহিদ-চঞ্চল-সাদিয়া-সৌম্য

শনিবার, ১০ মে ২০২৫
কোরবানির এক সিনেমায় জয়া-অপি-জাহিদ-চঞ্চল-সাদিয়া-সৌম্য
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

বর্তমান সময়ে টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান গত মাসে বার্তা২৪.কমকে বলেছিলেন, ‘আগামী ১২ এপ্রিল থেকেই আমার নতুন ছবির শুটিং শুরু হবে ঢাকার বাইরে। এখন সেই ছবিটির প্রস্তুতি নিচ্ছি। শুটিং শুরুর দু’একদিন আগেই সেটে গিয়ে পৌঁছবো।’

তবে ছবিটির নাম কী, পরিচালক কে বা সহশিল্পী কারা? সেসবের কিছুই জানাতে চাননি সাদিয়া।

শুধু এটুকু বলেছিলেন, ‘সিনেমা করছি, বড়পর্দার জন্যই করছি। সব ঠিক থাকলে ছবিটি কোরবানিতেই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এটি সম্পূর্ণ কমার্শিয়াল ধাচের, এন্টারটেইনিং সিনেমা। পরিবার নিয়ে দেখার মতো গল্প নিয়ে নির্মিত হচ্ছে। গুণী নির্মাতার এই ছবিতে সহশিল্পী হিসেবে থাকছেন দেশের প্রখ্যাত শিল্পীরা।’

এই খবর প্রকাশের পর থেকেই সাদিয়া ভক্তরা অপেক্ষায় আছেন ছবিটির জন্য। অবশেষে জানা গেলো ছবিটি সম্পর্কে।

‘উৎসব’ নামের ছবিটি নির্মাণ করেছেন ‘কাইজার’ ওয়েব সিরিজখ্যাত নির্মাতা তানিম নূর। চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘এ ক্রিস্টমাস ক্যারল’ অবলম্বনে ছবিটি নির্মাণ হয়েছে বলে শোনা যাচ্ছে।

আর তাতে তানিম নূর যেন তারকাদের বুফে সাজিয়েছেন! দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে তুখোড় অভিনেত্রী অপি করিম, সময়ের অন্যতম সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী থেকে শুরু করে ছোটপর্দার সুপারস্টার জাহিদ হাসান- সবাইকে নাকি দেখা যাবে এই এক ছবিতে।

সঙ্গে তো আছেনই তরুণ প্রজন্মের প্রিয় তারকা সাদিয়া আয়মান। আর এই ছবিতে সাদিয়ার নায়ক হিসেবে দেখা যাবে সৌম্য জ্যোতিকে।

এ তথ্য সৌম্য নিজেই বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তানিম নূর পরিচালিত ঈদুল আজহার ছবিটিতে আমাকে আর সাদিয়াকে নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে।’

তবে বাকী তথ্য নিয়ে নির্মাতা কিংবা অন্য অভিনয়শিল্পীরা কোন কথা না বললেও এই খবর নিশ্চিত হওয়া গেছে নির্মাতার প্রযোজনা পার্টনার ও আরেক মেধাবী নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর এক ফেসবুক পোস্টে। যাতে এই ছবিটি নিয়ে উপরের সকল তথ্য জানা যায়।

ঘটনা সত্যি হলে এবারের ঈদুল আজহায় দর্শকের অন্যতম আগ্রহের বিষয় হবে ‘উৎসব’ ছবিটি।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com