মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা:
ঢাকাস্থ সেনবাগ ফোরাম, নোয়াখালীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ৬ ই রমজান শুক্রবার বিকেলে রেলওয়ে কলোনী অডিটোরিয়াম, শাহজাহানপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ সেনবাগ ফোরাম সভাপতি, তেজগাঁও শিল্প অঞ্চল থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ উল্যাহ ভুইয়া হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য এবং নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।
সেনবাগ ফোরাম সেক্রেটারি, গুলশান থানা (পূর্ব) জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জিল্লুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ সাইয়্যেদ আহমদ, ঢাকাস্থ নোয়াখালী ফোরাম সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবুল বাশার, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এয়াসিন করিম। এ সময় ঢাকাস্থ সেনবাগ ফোরাম এর দায়িত্বশীল ব্যক্তিবর্গ সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta