মোঃ ফজলুল হক স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারী দেওয়ানগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলন উদ্বোধন করেন, জামালপুর জেলা শাখার বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। এতে সভাপতিত্ব করেন, জামালপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত। উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাসুদ করিম পলিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরিফুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ এ ছাড়া আরো অনেকেই বক্তব্য রাখেন ।
দ্বিতীয় পর্বে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত,সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ সাদা,বিনা প্রতিদ্বন্দিতায় পৌর বিএনপির নির্বাচিত হয়েছেন , সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক মঞ্জুরুল হক মঞ্জু এবং কাউন্সিলরদের ভোটে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সদ্য বিলুপ্ত পৌর আহবায়ক কমিটির সদস্য সচিব এবং সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান সাজু।
Posted ৯:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta