মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
সেনবাগের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মটুবী সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোস্তাক আহমদ বেলাল(৫৫) বুধবার রাত ৯:৪৫ মিনিটের সময় রাজধানী ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি.. রাজিউন)। মোস্তাক আহমদ ২০০০ সাল থেকে মটুবী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষকতার পেশায় আত্ম নিয়োগ করে মৃত্যুর আগ পর্যন্ত ঐ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এ শিক্ষক শিক্ষকতার পাশাপাশি বহু সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজ সেবামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। নিজ হাতে শিক্ষার আলো ছড়িয়ে তৈরি করে গেছেন বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম- ওলামা এবং সমাজ সচেতন দেশের যোগ্য নাগরিক। বৃহস্পতিবার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় উনার ২৫ বছরের কর্মস্থল মটুবী মাদ্রাসা ময়দানে এরপর বাদ যোহর উনার নিজ বাড়ি (আঠিয়া বাড়ি মিয়া বাড়ির) সম্মুখে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মানুষ উনার জানাজায় অংশ গ্রহণ করেন। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে উনার দাফনকাজ সম্পন্ন করা হয়। এরপর বহু আলেম ওলামা ও নিকট আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীদের অংশ গ্রহণে উনার বিদায়ী আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া পরিচালনা করা হয়। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র সন্তান ও ১ স্ত্রী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। (আমিন)
Posted ১:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta