আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহে ভিড়, বিস্ফোরণে নিহত ৭০

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
উল্টে যাওয়া ট্যাংকার থেকে তেল সংগ্রহে ভিড়, বিস্ফোরণে নিহত ৭০
সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি তেলবাহী ট্যাংকার উল্টে যাওয়ার পর বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। লোকজন ট্যাংকার থেকে তেল সংগ্রহের জন্য ভিড় করলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার তসুকওয়াম বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবুজা থেকে কাদুনা সংযোগ সড়কের ডিক্কো মোড়ে ৬০ হাজার লিটার গ্যাসোলিনবাহী একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে। তিনি জানান, এখন পর্যন্ত ৭০ জন নিহত হয়েছেন। বেশিরভাগ মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ঘটনাস্থল পরিষ্কারের কাজ চলছে।

এফআরএসসির এক বিবৃতিতে জানানো হয়, ট্যাংকার দুর্ঘটনার পর জ্বালানি সংগ্রহ করতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেছিল। এ সময় হঠাৎ একটি ট্যাংকারে আগুন ধরে যায় এবং আরেকটি ট্যাংকারও আগুনে পুড়ে যায়। ঘটনাস্থল থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশিরভাগ ভুক্তভোগী তেল সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ।

গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণে আরও অনেকে দগ্ধ হয়েছেন। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক এবং হৃদয়বিদারক’ অভিহিত করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

গত বছর নির্বাচনের পর জ্বালানি ভর্তুকি বাতিল করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। এর ফলে পেট্রোলের দাম পাঁচগুণ বেড়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায় এবং দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। জ্বালানির উচ্চমূল্যের কারণে ট্যাংকার দুর্ঘটনার সময় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ছে। উল্লেখ্য, ২০২০ সালে নাইজেরিয়ায় ১ হাজার ৫৩১টি জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনায় ৫৩৫ জনেরও বেশি নিহত হন। গত অক্টোবরে জিগাওয়া প্রদেশে এমনই একটি ঘটনায় ১৭০ জন প্রাণ হারান।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com