আন্তর্জাতিক ডেস্ক :
খ্রিস্টীয় ২০২৪ সালকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে গিয়ে বিভিন্ন ধরনের ঘটনা-দুর্ঘটনার মুখোমুখি হয়েছে জার্মানি। জার্মানির কয়েকটি শহরে নববর্ষের রাতে আতশবাজি পোড়াতে গিয়ে কয়েকজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে।
নববর্ষে জার্মানিতে নিষিদ্ধ আতশবাজি পোড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। অর্ধশতাধিক আহত হয়েছে। খবর বাসস।
খ্রিস্টীয় ২০২৪ সালকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে গিয়ে বিভিন্ন ধরনের ঘটনা-দুর্ঘটনার মুখোমুখি হয়েছে জার্মানি। জার্মানির কয়েকটি শহরে নববর্ষের রাতে আতশবাজি পোড়াতে গিয়ে কয়েকজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। বার্লিন থেকে এএফপি এই খবর জানায়।
রাজধানী বার্লিনসহ দেশটির ওশাটস, কেমনিটজ, নর্দরাইন ভেস্টফালেন, হামবুর্গ, ব্রান্ডেনবুর্গ ও হ্যানোভারে নিজের হাতের তৈরি আতশবাজি বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটেছে।
দেশটির আরো কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। পুলিশ এই সময় ৪শ’ জনকে আটক করেছে।
এসব ঘটনা-দুর্ঘটনায় নির্ঘুম রাত কাটিয়েছে বার্লিনবাসী। নগরীর ক্রয়েজবার্গে একটি বহুতল বাসভবনের গ্যারেজে কয়েকটি গাড়ি আগুনে পুড়ে গেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
এদিকে নববর্ষের রাতেই বার্লিনবাসীকে পড়তে হয় তীব্র পানির সংকটে। নগরীর ভেডিংয়ের জরুরি পানির পাইপ ফেটে যাওয়ায় নগরজুড়ে পানি সরবরাহ ব্যাহত হয়। পানির লাইন প্রধান সড়কের নিচে হওয়ায় ট্রাম ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দেশজুড়ে এতো কিছুর পরও নতুন বছরকে স্মরণীয় করে রাখতে দুরপাল্লার ম্যারাথনের আয়োজন করে বার্লিন শহর কর্তৃপক্ষ। শহরের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গের গেট থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেয় সাড়ে চার হাজার প্রতিযোগী।
Posted ৬:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta