আজ, শনিবার


২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নতুন মামলায় আনিসুল ৫ ও জ্যাকব ৩ দিনের রিমান্ডে

বুধবার, ২০ নভেম্বর ২০২৪
নতুন মামলায় আনিসুল ৫ ও জ্যাকব ৩ দিনের রিমান্ডে
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ভোলা- ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের বিভিন্ন মেয়াদের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ৫ দিন ও রুপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

(২০ নভেম্বর) সকালে দু’টি মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত এই আদেশ দেন।

এদিন আনিসুল হক ও জ্যাকবকে ১০ দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ।

রিমান্ড শুনানির আদেশ দেওয়ার পূর্বে বিচারক জ্যাকবের কাছে জানতে চান আপনার কিছু বলার আছে কি না। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, ‘আমি ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বললে জানতে পারবেন আমি কেমন মানুষ। আমার এলাকায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। সেখানে অনেক উন্নয়ন করেছি। যে মামলায় আমাকে আসামি করা হয়েছে, বাদী নিজেও স্বীকার করেছে তিনি ভুল করেছেন। এ মামলায় আমার নাম-ঠিকানা ভুল আছে। কোন কিছু সঠিক করে লেখা নেই। আমাকে কষ্ট ও হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি কিছুই জানিনা, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি রূপনগর এলাকায় কখনো যাই নি। আমার রিমান্ড নামঞ্জুর করেন স্যার। আপনি ন্যায় বিচার করবেন।

আনিসুল হকের মামলায় অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। এসময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নামে মামলা করেন।

জ্যাকবের মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রুপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রুপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহার নামীয় ১২২ নাম্বার আসামি।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com