আজ, শুক্রবার


২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় এক বছরে ৪২ হাজার ফিলিস্তিনির মৃত্যু

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
গাজায় এক বছরে ৪২ হাজার ফিলিস্তিনির মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :  গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলী বাহিনীর ওপর হামলা করে হামাস। এরপর ইসরায়েল ফিলিস্তিনের বিভিন্ন শহরে একের পর এক হামলা চালিয়েছে। গাজা উপত্যকার সঙ্গে শুরু হওয়া যুদ্ধের এক বছর আজ। এই এক বছরে গাজায় ৪১ হাজার ৮৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায়ও ইসরায়েলের হামলায় ৪৬ জন মারা গেছেন গাজা উপত্যকায়। প্রতিবেদেনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪১ হাজার ৮৭০ জন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় আরও ৯৭ হাজার ১৬৬ জন ব্যক্তিও আহত হয়েছেন। এছাড়া অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালানো শুরু করেছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com