নিজস্ব প্রতিবেদক : দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় ৯২৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে চলতি বছরে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৩৪ জন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাতেই ৩১৬ জন রয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ১৯৬ জন, বরিশালে ৬৫, চট্টগ্রাম বিভাগে ১৫১, খুলনায় ১০১, ময়মনসিংহে ১৮ ও রাজশাহী বিভাগে ৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে ১৯ সেপ্টেম্বর একদিনে সারা দেশে ডেঙ্গু নিয়ে ৮৮৭ জন হাসপাতালে ভর্তি হয়। রোববারের আগ পর্যন্ত সেটিই ছিল একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta