মুলাদী প্রতিনিধি : আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য-বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে ও খুনি হাসিনার বিচারের দাবীতে মুলাদীতে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপির, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গসহযোগী সংগঠন।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় মুলাদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে মুলাদী সিনেমা হলের সামনে সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়তউল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ন, পৌর বিএনপির আহবায়ক কাউন্সিলর এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাবু, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আলমগীর হোসেন, প্রভাষক মনিরুজ্জামান, মশিউর রহমান মাসুদ, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক স্বপন হাওলাদার, নুরুল ইসলাম ইদ্রিস, আনিসুর রহমান আলাল, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক শাহআলম হাওলাদার, মুলাদী উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, সদস্য সচিব শাওন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবদল সদস্য সচিব মোঃ ইউনুস, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব বেল্লাল হোসেন, পৌরসভা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক হেমায়েত উদ্দিন হাওলাদার, কলেজ ছাত্রদল আহবায়ক ইলিয়াস হাওলাদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ-সমাবেশে বক্তারা বলেন, দেশের মাটিতে আওয়ামীলীগকে আর কোন সন্ত্রাস, নৈরাজ্য করতে দেয়া হবেনা।
Posted ৬:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta