আজ, বৃহস্পতিবার


১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মুলাদীতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা

বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
মুলাদীতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী প্রতিনিধি (বরিশাল) : সকাল থেকেই উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য কাজ করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের। সরেজমিনে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে, রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। উপজেলার বিভিন্ন রাস্তা ঘাট পরিষ্কার করছেন শিক্ষার্থীরা । শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, আমরা সকাল থেকেই সিনেমা হলের সামনে অবস্থান করি নিজ উদ্যোগে। যাতে যানজট না হয় সেদিকে খেয়াল রাখার জন্য আমাদের এই উদ্যোগ।

মুলাদী সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকে গোটা উপজেলার কোনো ট্রাফিক পুলিশ নেই। এ অবস্থায় উপজেলা বাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে আমরা সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত শিক্ষার্থীরা এই কাজ চালিয়ে যাব আমরা।

পথচারী মারুফ হোসেন বলেন, দেশটি নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার জন্য আমরা খুবই খুশি দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পর এই দিনটি পেয়েছি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে এতেও আরও বেশি ভালো লাগছে। নতুন উদ্যোগে নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক বিগত দিনের মতো দিন আর যেন না আসে। রিকশাচালক রফিক বলেন, দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। যাদের কারণে দেশ স্বাধীন হলো তারা আজ আবার ট্রাফিকের দায়িত্ব পালন করছে দেখে খুব ভালো লাগছে।

উল্লেখ্য, সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বরিশালের মুলাদীতে  হাজারও  জনগণের ঢল নামে, বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাসসহ মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com