আজ, Thursday


৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন সিনেটে আবারো ব্যর্থ বাজেট বিল, পঞ্চম দিনেও অচল সরকার

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
মার্কিন সিনেটে আবারো ব্যর্থ বাজেট বিল, পঞ্চম দিনেও অচল সরকার
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : সরকারি অর্থায়ন বন্ধ থাকায় পাঁচ দিন ধরে হাজারো ফেডারেল কর্মচারী বেতন ছাড়া বা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, শাটডাউন বা অচলাবস্থা অব্যাহত থাকলে বড় আকারের ছাঁটাই শুরু হবে। মার্কিন সিনেটে সোমবার পরপর পঞ্চমবারের মতো সরকারি কর্মকাণ্ড পুনরায় চালু করার জন্য প্রস্তাবিত বাজেট বিল পাসে ব্যর্থ হয়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের পৃথক দুটি প্রস্তাবই ৬০ ভোটের সীমা ছুঁতে পারেনি। খবর বিবিসি। সরকারি অর্থায়ন বন্ধ থাকায় পাঁচ দিন ধরে হাজারো ফেডারেল কর্মচারী বেতন ছাড়া বা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, শাটডাউন বা অচলাবস্থা অব্যাহত থাকলে বড় আকারের ছাঁটাই শুরু হবে। সোমবার প্রথমে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন বাজেট প্রস্তাব ৪৫-৫০ ভোটে ব্যর্থ হয়; পরে রিপাবলিকানদের প্রস্তাব ব্যর্থ হয় ৫২-৪২ ভোটে। ভোটের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘অচলাবস্থার নিরসন আজ রাতেই হওয়া উচিত। তারপর স্বাস্থ্যসেবা নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি। নিম্ন আয়ের আমেরিকানদের জন্য স্বাস্থ্য বিমার ভর্তুকি যেন শেষ না হয়ে যায় এবং ট্রাম্প প্রশাসনের মেডিকেড স্বাস্থ্য কর্মসূচিতে করা কাটছাঁট যেন বাতিল করা হয়, বিলটিতে ডেমোক্র্যাটরা এসব বিষয় নিশ্চিত করতে চান। এ কারণে তারা রিপাবলিকান-নেতৃত্বাধীন প্রস্তাবে সমর্থন দিতে নারাজ। অন্যদিকে রিপাবলিকানরা অভিযোগ করছেন, ডেমোক্র্যাটরা অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবার অজুহাতে সরকার বন্ধ রেখেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার বলেন, ‘আমরা চাকরি হারাতে চাই না, কিন্তু যদি এই অচলাবস্থা চলতে থাকে, ছাঁটাই অনিবার্য।উভয় দলই একে অপরকে দোষারোপ করছে। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্পের স্বাস্থ্যসেবা সংক্রান্ত মন্তব্যকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসন অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা ‘রাজনৈতিক নাটক’ করছেন।সরকারি কার্যক্রম কখন পুনরায় শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সমাধান দেখা যাচ্ছে না।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com