আজ, Thursday


২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক সেবন ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক সেবন ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
সংবাদটি শেয়ার করুন....

এম শাহজাহান (ঝিনাইগাতী উপজেলা) : শেরপুরের ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৮) আগষ্ট ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, নকশি বিওপির ইনচার্জ আ: লতিফ, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ), সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, সিনিয়র প্রবীন সাংবাদিক এস.কে. সাত্তার, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আলহাজ সফিউদ্দিন আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার আলম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল হাসেম, তিনআনি আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমিন প্রমুখ্য।

বক্তারা বলেন, সমাজে যত অপরাধ রয়েছে, তার মূল কারণ হচ্ছে মাদক ও ধূমপান। ধূমপানের মাধ্যমেই কিশোর ও তরুণরা মাদকাসক্ত হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়। ঝিনাইগাতী উপজেলাকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রথম ছয় মাস সচেতনতা ও তালিকা প্রণয়নের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। এবং মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত রাখা হবে। সাংবাদিক হয়রানি ও মাদক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো অধিকতর ভূমিকা রাখার জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com