আজ, Saturday


২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঝিনাইগাতীতে সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা

শনিবার, ২৩ আগস্ট ২০২৫
ঝিনাইগাতীতে সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা
সংবাদটি শেয়ার করুন....

এম শাহজাহান (ঝিনাইগাতী উপজেলা) : শেরপুরের ঝিনাইগাতীতে ধানশাইল ইউনিয়নের (আরএইচডি) সড়ক সংলগ্ন হযরত আলীর বাড়ি হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত ৫শ মিটার রাস্তা খানাখন্দে ভরা যেকোনো মুহূর্তে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।

রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায়,এতটাই খারাপ হয়েছে যে,যানবাহন তো দূরের কথা, পথচারীদের চলাচল করতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। গুরুত্বপূর্ণ এসড়ক দিয়ে গ্রীণ সোলজার পাবলিক স্কুল, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী দাখিল মাদ্রাসা, মহিলা আদর্শ ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ যাতায়াত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানশাইল (আরএইচডি) সড়কটি হযরত আলীর বাড়ি হতে মোল্লাপাড়া কবরস্থান পর্যন্ত প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্য। এসড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১২-১৩ অর্থ বছরে কার্পেটিং করেছিল।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, রাস্তাটির ঠিক মাঝ বরাবর পিচ থাকলেও দুই পাশেই খানাখন্দে ভরা। আবার কোন কোন স্থানে সড়কের দুই পাশের মাটি সরে গেছে। স্থানীয় শিক্ষক মো.শফিকুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা পানিতে একাকার হয়ে যায়। সড়কটির কারণে এলাকাবাসী চরম বিপদে রয়েছে।

কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে বা জরুরি প্রয়োজনে বাজারে যেতে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। বীর মুক্তিযোদ্ধা মো.মানিক মিয়া বলেন, এ রাস্তাটি অনেক বছর ধরে সংস্কার করা হয়না। আমি রাস্তাটি পূর্ণসংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ ১২ বছর ধরে কোন প্রকার সংস্কার করা হয়নি। তবে গত ২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ সড়কের প্রায় ৫০ মিটার ইটের সলিং করা হয়েছে।

এলজিইডির ঝিনাইগতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। দ্রত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল ইসলাম রাসেল বলেন, এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com