আজ, Friday


২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ফেয়ার কার্ডের চাল নিয়ে দুর্নীতি: সেনাবাহিনীর হাতে আটক ডিলার, পুলিশের কাছে হস্তান্তর

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
ফেয়ার কার্ডের চাল নিয়ে দুর্নীতি: সেনাবাহিনীর হাতে আটক ডিলার, পুলিশের কাছে হস্তান্তর
সংবাদটি শেয়ার করুন....

মহসিন হোসেন জয় (গলাচিপা) পটুয়াখালী : গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক সাগর হোসেন দুদা মিয় ফেয়ার কার্ডের চাল নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য লোকমান এবং চালের ডিলার সাগর হোসেন দুদা মিয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ সকাল ১০টার দিকে ইউনিয়নের ৮ ও ৪ নং ওয়ার্ডে চাল বিতরণকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ফেয়ার কার্ডধারীদের জন্য নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে মাত্র ২৬ কেজি ৫০০ গ্রাম করে চাল দেওয়া হচ্ছিল।

চালের ওজনে কম দেওয়ার বিষয়টি দ্রুতই জনমনে ক্ষোভ সৃষ্টি করে এবং ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হইচই শুরু করলে হঠাৎ করেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

সেনাবাহিনীর হস্তক্ষেপ : সেনাবাহিনী চালের বস্তা পরীক্ষা করে অনিয়ম প্রমাণ পায়। তারা দেখতে পান, ৩০ কেজির চালের বস্তায় প্রকৃতপক্ষে ২৬ কেজি চাল দেওয়া হচ্ছে। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও গলাচিপা থানা ওসি মহোদয়কে অবহিত করেন।

পরে ইউএনও এবং ওসি মহোদয়ের নির্দেশে সেনাবাহিনী ডিলার সাগর হোসেন দুদা মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

চাল বিতরণ বন্ধ ঘোষণা : ইউএনও মহোদয়ের নির্দেশে অনুযায়ী বর্তমানে চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সেনাবাহিনী জানায়, যেসব কার্ডধারীরা এখনো চাল পাননি, তাদেরকে পরবর্তীতে যথাযথ নিয়মে চাল বিতরণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ : এ ঘটনায় স্থানীয়রা ইউপি সদস্য লোকমান এবং চাল ডিলার সাগর হোসেন দুদা মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন। তারা বলেন, “গরিব মানুষের প্রাপ্য চাল কেটে নিয়ে নিজেদের লাভবান হচ্ছিলেন এরা। আজ সেনাবাহিনী না এলে সাধারণ মানুষ আবারো বঞ্চিত হতো।”

সার্বিক তদারকি : সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং পুলিশ যৌথভাবে এ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com