মহসিন হোসেন জয় (গলাচিপা) পটুয়াখালী : পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গলাচিপা উপজেলাধীন পানপট্টি ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শামস্ ইসলামিক কমপ্লেক্স মাদরাসায় আজ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি।
এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানটিকে ৫০০টি ফলজ চারা উপহার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৩০০ আম, ১০০ আমড়া ও ১০০ লেবুর চারা। প্রায় পাঁচ একর জমিজুড়ে এসব ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব শামসুদ্দুহা মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের গলাচিপা উপজেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মাদ নূরুল ইসলাম, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ ধরনের ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষাতেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কার্যকর অবদান রাখবে। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে সবুজপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলবে।
সবুজ পৃথিবী গড়ে তোলার এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও এ ধরনের কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Posted ৫:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta