আজ, Sunday


৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

উয়েফা সুপার কাপ জিতে ষষ্ঠ শিরোপার অপেক্ষায় পিএসজি

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
উয়েফা সুপার কাপ জিতে ষষ্ঠ শিরোপার অপেক্ষায় পিএসজি
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : পিএসজির সামনে এখন এক বর্ষপঞ্জিতে ছয়টি শিরোপা জেতার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ এসেছে। চেলসির কাছে না হারলে রেকর্ডটা নিজেদের করে নেয়ার সুযোগও আসতো। এরই মধ্যে তারা জিতেছে পাঁচটি শিরোপা। এখন ষষ্ঠ শিরোপার হাতছানি। ডিসেম্বরে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে তারা মুখোমুখি হবে ফিফা চ্যালেঞ্জার কাপের বিজয়ী দলের।চলতি বর্ষপঞ্জিতে পঞ্চম শিরোপা জিতল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার রাতে ইতালির উদিন শহরে উয়েফা সুপার কাপে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যামকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা। টাইব্রেকারের আগে ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত ছিল। ফরাসি জায়ান্টরা গত মৌসুমে ট্রেবল জয় করে, যার মধ্যে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। গত মাসে তারা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে ৩-০ গোলে হেরে যায়। এবার উয়েফা সুপার কাপে সামনে পড়ে লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যাম। যদিও শেষ পর্যন্ত হারের লজ্জা পেতে হয়নি তাদের। স্পার্সরা ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজিত দল। পিএসজি শেষ মুহূর্তে দুই গোল করে ম্যাচে সমতা আনে। ৮৫তম মিনিটে লি ক্যাং-ইন ২০ গজ দূর থেকে নেয়া শটে ব্যবধান ১-২ করেন। এরপর ৯৪তম মিনিটে গনসালো রামোস সমতা আনেন।

এরপর খেলা গড়ায় সরাসরি টাইব্রেকারে। মূল খেলার মতো টাইব্রেকারেও শুরুতে পিছিয়ে পড়ে পিএসজি, প্রথম শট মিস করে তারা। যদিও এরপর টানা চার শটে গোল করে লুই এনরিকের দল। আর স্পার্সরা দুটি শট মিস করে পরাজিত হয়।পিএসজির সামনে এখন এক বর্ষপঞ্জিতে ছয়টি শিরোপা জেতার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ এসেছে। চেলসির কাছে না হারলে রেকর্ডটা নিজেদের করে নেয়ার সুযোগও আসতো। এরই মধ্যে তারা জিতেছে পাঁচটি শিরোপা। এখন ষষ্ঠ শিরোপার হাতছানি। ডিসেম্বরে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে তারা মুখোমুখি হবে ফিফা চ্যালেঞ্জার কাপের বিজয়ী দলের।দুটি দলের এক পঞ্জিকাবর্ষে ছয়টি শিরোপা জয়ের রেকর্ড আছে। ২০০৯ সালে বার্সেলোনা ও ২০২০ সালে বায়ার্ন মিউনিখ ছয়টি শিরোপা জিতেছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com