জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌর শহরের বাগেরহাটা গ্রামের মামলাবাজ ফারজানা আক্তার সবুজার হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকালে শহরের স্টেশন বাজারস্থ জামালপুর বার্তা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, চাঁন মিয়া, পরী বেগম হাফেজা বেগম ও সাবিয়া বেগম। ভুক্তভোগীদের অভিযোগ, ফারজানা আক্তার সবুজা একজন নামধারী কথিত সাংবাদিক। থানা পুলিশের সাথে সাংবাদিকতার পরিচয় দিয়ে সখ্যতা রেখে নিরীহ মানুষদের বিভিন্ন মামলায় হয়রানী করা হচ্ছে তার পেশা। সেই সাথে এলাকায় একজন বেপরোয়া নারী হিসেবে পরিচিত। এই মামলাবাজ সবুজা কিছুদিন আগে একই এলাকার মিলন এর কাছ থেকে একটি স্ট্যাম্পে জাল সাক্ষর নিয়ে ৮/৯ লাখ টাকা দাবী করে আসছেন। টাকা না দেওয়ায় মিলনের নামে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় যাদের সাক্ষী দেওয়া হয়েছে তারা কেউ স্থানীয় না। সাংবাদিকতা না করেও নামমাত্র কার্ডধারী হয়ে সে থানা পুলিশের নিকট প্রভাব খাটিয়ে এসব কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগীরা আরও বলেন, সবুজার অনৈতিক দাবী মেনে না নেওয়ায় মিলনকে কোন প্রকার তদন্ত ছাড়াই গত ১২ আগষ্ট মঙ্গলবার দুপুরে জামালপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার করেন৷ একই ষড়যন্ত্রমূলক মামলায় তার ভাই ফরিদকেও আসামী দেওয়া হয়। অথচ যেদিন ঘটনার কথা উল্লেখ করে সবুজা মামলা দায়ের করেন। সেদিন ফরিদ একটি বিবাহ অনুষ্ঠানে ছিলেন। এই মামলাবাজ নারী সবুজার এসব অনৈতিক দাবীর প্রতিবাদ করলে ভুক্তভোগীদের মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকী দেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই এই মামলাবাজ সবুজাকে সঠিক তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মিলনের মুক্তি দাবী করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। এ ব্যাপারে অভিযুক্ত ফারজানা আক্তার সবুজা বলেন,আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।আমি ভুক্তভুগী বলেই মামলা দায়ের করেছি।আমি আইনের আশ্রয় নিয়েছি।
Posted ৭:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta