স্টাফ রিপোর্টার : রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে রাজনীতিক হওয়া ট্রাম্পের প্রেসিডেন্ট ভবনে স্থায়ী পরিবর্তন আনার এটি সর্বশেষ ও সবচেয়ে বড় উদ্যোগ। এর আগে তিনি ওভাল অফিসে সোনালী পাত বসিয়েছেন। আর চলতি বছরের শুরুতে রোজ গার্ডেনের ঘাস তুলে পাকা উঠান নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এছাড়া তিনি উত্তর ও দক্ষিণ লনে দুটি বিশাল ফ্ল্যাগপোলও বসিয়েছেন।
হোয়াইট হাউজের পূর্ব উইং-এ একটি নতুন রাষ্ট্রীয় বলরুম নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর নির্মাণব্যয় ধরা হয়েছে ২০০ মিলিয়ন (২০ কোটি) ডলার, যার নির্মাণকাজ শুরু হবে আসন্ন সেপ্টেম্বর থেকে। খবর এফটি।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯০ হাজার বর্গফুটের এই বলরুমটি নির্মাণে ট্রাম্প ও ‘কিছু দেশপ্রেমিক মার্কিন নাগরিক’ প্রয়োজনীয় অর্থ দান করবেন। তবে প্রেসিডেন্ট নিজে কত অর্থ দান করবেন বা অন্য দাতারা কারা—তা বিবৃতিতে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যয় হবে না। ট্রাম্প বলেন, ‘প্রথম দফার সময়ই আমি ভাবছিলাম, যদি আবার সুযোগ পাই, তাহলে একটা বলরুম তৈরি করব। এটি হবে চমৎকার, সর্বোচ্চ মানের। আমরা সেরা স্থপতি ও প্রকৌশলীদের নিয়োগ দিয়েছি।’
রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে রাজনীতিক হওয়া ট্রাম্পের প্রেসিডেন্ট ভবনে স্থায়ী পরিবর্তন আনার এটি সর্বশেষ ও সবচেয়ে বড় উদ্যোগ। এর আগে তিনি ওভাল অফিসে সোনালী পাত বসিয়েছেন। আর চলতি বছরের শুরুতে রোজ গার্ডেনের ঘাস তুলে পাকা উঠান নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এছাড়া তিনি উত্তর ও দক্ষিণ লনে দুটি বিশাল ফ্ল্যাগপোলও বসিয়েছেন।
নতুন বলরুমকে প্রয়োজনীয় ও নান্দনিক সংযোজন হিসেবে অভিহিত করেছে হোয়াইট হাউজ। এখানে একসাথে ৬৫০ জন অতিথি বসতে পারবেন। তুলনামূলকভাবে, হোয়াইট হাউজের বর্তমান প্রধান অনুষ্ঠানস্থল ইস্ট রুমে আসন মাত্র ২০০। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের সময় তাঁবু টানাতে হয়, যা দৃষ্টিকটু। নতুন বলরুমের ফলে এখন আর তার প্রয়োজন পড়বে না। ট্রাম্প নিজে বলেন, বৃষ্টির মধ্যে তাঁবু ব্যবহার করা ‘দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা। মানুষ হাঁটুজল ঠেলে তাঁবুর দিকে যাচ্ছে। সুন্দর গাউন পরা মহিলারা, চুল-চুলের যত্ন করে এসেছে, কিন্তু তাঁবুতে পৌঁছাতে পৌঁছাতে সবাই এলোমেলো। এটা দেখতে ভালো লাগে না।
Posted ২:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta