আজ, Thursday


৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

‘কালা জাহাঙ্গীর’ নয়, মৌলিক গল্পেই শাকিবের নতুন সিনেমা

বুধবার, ৩০ জুলাই ২০২৫
‘কালা জাহাঙ্গীর’ নয়, মৌলিক গল্পেই শাকিবের নতুন সিনেমা
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্টার : এই সিনেমাটি কোনো বাস্তব ব্যক্তির জীবনী নয়। এটি একেবারে মৌলিক গল্প। সোশ্যাল মিডিয়ায় যে ভুল তথ্য ছড়িয়েছে, তা আমাদের নজরে এসেছে। আমরা অনুরোধ করছি—আমাদের অফিশিয়াল বক্তব্য ছাড়া অন্য কোনো তথ্য বিশ্বাস করবেন না।’

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে ঘিরে আলোচনায় এসেছে নতুন একটি সিনেমা—‘কালা জাহাঙ্গীর’। অনেকদিন ধরে সিনেমাটি নিয়ে কৌতূহল বাড়ছিল দর্শক-অনুরাগীদের মাঝে। শোনা যাচ্ছিল, এটি নাকি বাস্তব জীবনের আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে।তবে নির্মাতা ও প্রযোজকের পক্ষ থেকে এ গুঞ্জন স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে।

আজ এক লিখিত বিবৃতিতে সিনেমার প্রযোজক শিরিন সুলতানা ও পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, ‘সিনেমাটি কোনো বাস্তব ব্যক্তির জীবনী নয়। এটি একেবারে মৌলিক গল্প। সোশ্যাল মিডিয়ায় যে ভুল তথ্য ছড়িয়েছে, তা আমাদের নজরে এসেছে। আমরা অনুরোধ করছি—আমাদের অফিশিয়াল বক্তব্য ছাড়া অন্য কোনো তথ্য বিশ্বাস করবেন না। পরিচালক আরো জানান, ‘৯০-এর দশকের ঢাকা শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পটি। এতে থাকবে প্রেম, অপরাধ, অ্যাকশন, আবেগ ও পারিবারিক টানাপোড়েন। সবকিছু মিলিয়ে এটি একটি বড় ক্যানভাসের সিনেমা হতে যাচ্ছে।’

তিনি বলেন, শাকিব খান এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এখনও সিনেমার নাম প্রকাশ করা হয়নি। আগামী আগস্টে সিনেমার অফিসিয়াল নাম ঘোষণা করা হবে। সঙ্গে থাকবে আরো কিছু চমকপ্রদ ঘোষণা। এই সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। চিত্রনাট্যে আছেন মেজবাহ সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। শুটিং শুরু হবে নভেম্বর মাসে। তবে শাকিব খান ছাড়া বাকি শিল্পীদের নাম এখনো চূড়ান্ত না হলেও নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই সবকিছু জানানো হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৭ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com