স্টাফ রিপোর্টার: বান্দরবান জেলার লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া ও আশপাশের এলাকাগুলোতে দীর্ঘ চার মাস ধরে চলমান জলাবদ্ধতা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অবহেলার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় নয়াপাড়া মধুঝিরি প্রধান সড়কে এলাকাবাসী এক প্রতিবাদী মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করেন।মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন এবং দ্রুত পানি নিস্কাশনের জন্য কার্যকর ড্রেন নির্মাণের জোর দাবি জানান। তারা জানান, প্রধান সড়কের পাশে ড্রেন না থাকায় বৃষ্টির পানি জমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে নয়াপাড়া গ্রামের অন্তত ৪০টি পরিবার বিগত চার মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন একাধিকবার আশ্বাস দিলেও গুটি কয়েক প্রভাবশালী পরিবারের বাধার মুখে স্থায়ী সমাধান গ্রহণে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অবহেলা ও গাফিলতির পরিচয় দেওয়া হচ্ছে বলে তারা উল্লেখ করেন।এছাড়া বক্তারা জানান, ড্রেনেজ সমস্যার কারণে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্পেটিং রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই রাস্তায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেন নির্মাণ এবং সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ বন্ধ করার আহ্বান জানান তারা।সভায় জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার দৃশ্যমান সমাধান না হলে আগামী ১৬ আগস্ট প্রধান সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন গ্রামবাসীরা।মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র রিপোর্টার মো. কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর মো. কামাল উদ্দিন, মো. দুলাল, মো. জসিম উদ্দিনসহ আরও অনেকে।
Posted ৭:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta