স্টাফ রিপোর্টার : কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই দিয়ে এডিট করা ছবি বানায়। তারা সম্ভবত আমার ছবি বানিয়ে ছড়াতে বেশি মজা পায়। সোশ্যাল মিডিয়ায় এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও বানিয়ে তা ছড়ানোয় বিড়ম্বনায় পড়ছেন দেশের অনেক শোবিজ তারকা। বিশেষ করে নারী তারকাদের ক্ষেত্রে বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। মঙ্গলবার দুপুরে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ভক্তদের সচেতন করে বলেন, ‘কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই দিয়ে এডিট করা ছবি বানায়। তারা সম্ভবত আমার ছবি বানিয়ে ছড়াতে বেশি মজা পায়। তিনি আরো লিখেছেন, ‘হ্যাঁ, এটা হয়তো তাদের রুটি-রুজি। কিন্তু এতে তাদের নিচু মানসিকতা আর সস্তা মনভাবটাই প্রকাশ পায়।সবচেয়ে হতাশাজনক দিকটি তুলে ধরে সাদিয়া বলেন, ‘২০২৫ সালেও মানুষ এখনও এআই চেনে না! ভুয়া ছবি-ভিডিওকে বাস্তব ভেবে মন্তব্য করে! শেষে অনুসারীদের প্রতি অনুরোধ জানিয়ে লেখেন, ‘যদি এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করে ব্লক করে দিন। আমি বিষয়টি সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞদের কাছে পৌঁছে দেব।
Posted ৪:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta