আজ, Saturday


২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শহীদ ইয়ামিন ফাউন্ডেশন কুমারখালী শাখার উদ্যোগে ফুটবল বিতরণ ও ইসলামী নসিহা প্রদান

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
শহীদ ইয়ামিন ফাউন্ডেশন কুমারখালী শাখার উদ্যোগে ফুটবল বিতরণ ও ইসলামী নসিহা প্রদান
সংবাদটি শেয়ার করুন....

মোঃ নয়ন শেখ : নবীন প্রজন্মের মাঝে খেলাধুলার আগ্রহ সৃষ্টি ও তাদের মানসিক ও শারীরিক বিকাশে উৎসাহিত করতে শহীদ ইয়ামিন ফাউন্ডেশন কুমারখালী শাখার উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠে ফুটবল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উল্লেখযোগ্য কিছু স্থান ও প্রতিষ্ঠানে। এর মধ্যে রয়েছে: কয়া, খলিশাদাহ গ্রাম, বাইতুল উলুম মাদ্রাসা, আশরাফুল উলুম মাদ্রাসা, এম. এন. পাইলট হাই স্কুল, এলঙ্গি আচার্য মাঠ ও নবীন ক্লাবে ফুটবল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শহীদ ইয়ামিন ফাউন্ডেশন কুমারখালী শাখার সম্মানিত মুখপাত্র হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ খালিদ (হাফিযাহুল্লাহ) এবং এবং কুষ্টিয়া ৪ আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ফজলে নুর ডিকো।

শহীদ ইয়ামিন ফাউন্ডেশনের মুখপাত্র উপস্থিত ছাত্র ও তরুণদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ইসলামী নসিহা ও দিকনির্দেশনা প্রদান করেন। ইসলাম আমাদের শুধু নামাজ-রোজা শেখায় না; বরং জীবনের প্রতিটি অঙ্গনে আমাদেরকে শুদ্ধতা, শৃঙ্খলা ও আদর্শবান মানুষ হওয়ার নির্দেশ দেয়। খেলাধুলা যদি শালীনতার সঙ্গে হয়, শরীর ও মানস গঠনে সহায়ক হয়—তবে তা একটি সওয়াবের কাজেও পরিণত হতে পারে। তাই আমরা চাই, আমাদের যুব সমাজ খেলাধুলার পাশাপাশি ইমান, আমল ও আখলাকেও সুন্দরভাবে গড়ে তুলুক। ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী আন্তরিকভাবে অভিনন্দন জানান এবং এই কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সমাজকল্যাণ ও তরুণ প্রজন্মের আত্মিক ও মানসিক উন্নয়নের লক্ষ্যে এমন আরও কার্যক্রম চালু থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com