স্টাফ রিপোর্টার : রুশ সিনিয়র আইনপ্রণেতা কনস্টানতিন কোসাচেভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, ‘ট্রাম্পের এই চূড়ান্ত হুমকি কেবল গরম হাওয়া। পরের ৫০ দিনে সবকিছু বদলে যেতে পারে–যুদ্ধক্ষেত্রে বা ওয়াশিংটনের মনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও অন্যান্য সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন। সঙ্গে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। তবে রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা ও ক্রেমলিনপন্থী বিশ্লেষকরা বিষয়টিকে গুরুত্বহীন হিসেবে উড়িয়ে দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ান। রুশ সিনিয়র আইনপ্রণেতা কনস্টানতিন কোসাচেভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, ‘ট্রাম্পের এই চূড়ান্ত হুমকি কেবল গরম হাওয়া। পরের ৫০ দিনে সবকিছু বদলে যেতে পারে–যুদ্ধক্ষেত্রে বা ওয়াশিংটনের মনের মধ্যে। মস্কোর মূল শেয়ারবাজার ট্রাম্পের ঘোষণার পর ২ দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে গেছে। স্থানীয় পর্যবেক্ষকরা যুক্তরাষ্ট্রের শাস্তির হুমকিকে ‘আতঙ্কের বদলে স্বস্তির’ নিদর্শন বলে উল্লেখ করেছেন। ক্রেমলিনপন্থী প্রখ্যাত ব্লগার ইউরি পোদোলিয়াকা বলেন, ট্রাম্প আগামী ৫০ দিনে কয়েকবার মত পাল্টাতে পারেন। এর মাধ্যমে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র যে অস্থিরতার মধ্যে আছে, তা স্পষ্ট হচ্ছে। তবে, কিছু রুশ রাজনৈতিক ভাষ্যকার স্বীকার করেছেন, ট্রাম্পের এই ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্কের ‘নতুন বাস্তবতা’র ইঙ্গিত দিচ্ছে। ক্রেমলিনপন্থী রাজনৈতিক বিশ্লেষক সের্গেই মার্কভ মন্তব্য করেছেন, ‘আজকের পর থেকে ট্রাম্পের ভূমিকা একপাক্ষিক— তিনি কেবল রাশিয়ার ওপর চাপ দিচ্ছেন এবং ইউক্রেনকে সহায়তা করছেন। এদিকে, মার্কিন সহায়তা নিয়ে কিয়েভ প্রাথমিকভাবে সন্তোষ প্রকাশ করলেও পরে হতাশার কথা জানিয়ে বলেছে— এই সহায়তা পেতে ছয় মাস সময় লেগে গেল। আর রুশ বাহিনী ধারাবাহিকভাবে কিয়েভসহ বড় শহরগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।
Posted ৯:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta