স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আগামী সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী এক অনুষ্ঠান। সেখানে একসঙ্গে মিলবে চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো। সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্মরণে এবার বড় পরিসরের এ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ‘উইমেন ডে কনসার্ট’। সেখানে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সায়ান, ইলা লালা, এফ মাইনর, পারসা মাহজাবিন ও এলিটা করিম। প্রদর্শিত হবে চারটি চলচ্চিত্র। সেগুলো হলো ‘জুলাই উইমেন’, ‘দীপক কুমার গোস্বামী’, ‘জুলাই বিষাদ সিন্ধু’ এবং ‘জুলাই বীরগাঁথা’। সাথে থাকবে জুলাই অভূত্থানের গুরুত্বপূর্ণ সাক্ষী ও অংশীদার ছিলেন এমন মানুষজন ও শহীদ পরিবারগুলোর স্মৃতিচারণ। সবশেষে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চোখধাঁধানো ড্রোন শো উপভোগ করতে পারবেন দর্শকরা।
Posted ৭:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta