আজ, বৃহস্পতিবার


১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

জুনে সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
জুনে সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : জুন মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত ও এক হাজার ৯০২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানিয়েছে, এই সময় রেলপথে ৫৪ দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ১৪ জন আহতের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। এছাড়া নৌপথে ১৮টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। অর্থাৎ জুনে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৭৪৩টি দুর্ঘটনায় ৭৮০ জন নিহত ও এক হাজার ৯১৬ জন আহত হয়েছেন বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে ২২৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৪৪ জন নিহত ও ২১২ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৩৮ শতাংশ। নিহতের ৩৪ দশমিক ৩১ শতাংশ ও আহতের ১১ দশমিক ১৪ শতাংশ।এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে ১৬০টি। এতে ১৭২ জন নিহত ও ৫৮৮ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে। এই বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।সড়কে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১১৯ জন চালক, ১১০ জন পথচারী, ৪৮ জন পরিবহন শ্রমিক, ৬০ জন শিক্ষার্থী, ৮ জন শিক্ষক, ১০৫ জন নারী, ৬০ জন শিশু, ২ জন চিকিৎসক, ২ জন প্রকোশলী ও ১২ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com