শেরপুরে গারো পাহাড় থেকে বিরল প্রজাতির বার্মিজ পাইথন উদ্ধার
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
সংবাদটি শেয়ার করুন....
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের গারো পাহাড়ের সীমান্তবর্তী এলাকা থেকে বিরল প্রজাতির একটি বার্মিজ পাইথন উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে বন বিভাগের সহযোগিতায় বনে অবমুক্ত করা হয়। সোমবার সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামের একটি আম গাছে প্রথমে সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সাপটি ধরতে গেলে রাকিব হাসানকে আচমকা তাকে কামড়ে দেয়। পরে দ্রুত চিকিৎসা দিতে রাকিবকে বারামারি মিশন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ১ জুলাই (সোমবার) বিকেলে বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে। পরে বিকেল সাড়ে চারটার দিকে মধুটিলা এলাকার বনে অবমুক্ত করা হয়। সাপটির দৈর্ঘ্য ৮১ ইঞ্চি, ব্যাস ১১ ইঞ্চি, লেজের দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৭ কেজি ২০০ গ্রাম। সাপটি উদ্ধার ও অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন ‘হাতির খবর ও সচেতনতা গ্রুপ’-এর প্রতিনিধি আকরাম হোসেন। এসময়ে স্থানীয়দের সাপ বিষয়ে সচেতন করতে ছোট পরিসরে সচেতনতামূলক আলোচনা সভার করা হয়। বন বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত গারো পাহাড়সংলগ্ন লোকালয় থেকে চারটি পাইথন উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।