আজ, Friday


২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সানীকে মিথ্যা প্রমাণ করে শুটিংয়ে ফিরলেন মৌসুমী

সোমবার, ২৬ মে ২০২৫
সানীকে মিথ্যা প্রমাণ করে শুটিংয়ে ফিরলেন মৌসুমী
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার:

প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন। বিশেষ করে লম্বা সময় দেশের বাইরে থাকায় তিনি অভিনয় থেকে দূরেই ছিলেন। এমন পরিস্থিতিতে সম্প্রতি তার চিত্রনায়ক স্বামী ওমর সানী গণমাধ্যমকে জানান, মৌসুমী অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন। সে রকম পরিকল্পনাও করেছেন।

তবে সেই কথা মিথ্যা প্রমাণিত হলো। নতুন খবর, মৌসুমী আবার শুটিংয়ে অংশ নিয়েছেন। ‘পিএস চাই সুন্দরী’ টেলিফিল্মের শুটিং শেষ করেছেন তিনি।

চিত্রনায়িকা মৌসুমী দেড় বছর ধরে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন। এ সময়টায় চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তবে যুক্তরাষ্ট্রের একাধিক স্টেজ শোতে অংশগ্রহণ করতে দেখা গেছে মৌসুমীকে। ‘পিএস চাই সুন্দরী’ টেলিছবির শুটিংও মৌসুমী করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান।

গতকাল রোববার একটি ভিডিও শেয়ার করে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর। ভিডিওতে মৌসুমীকে বলতে শোনা যায়, ‘‘পিএস চাই সুন্দরী’ নামে আমাদের কাজ আসছে। কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। বসের সঙ্গে শুটিং করার ফাঁকে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্য রকম গল্পের কাজ এটি।’’

জানা গেছে, এটিভির (ইউএসএ) ঈদ আয়োজনে টেলিছবিটি প্রচার হবে। এ টেলিছবি ছাড়াও একই চ্যানেলের একটি নাটকে দেখা যাবে মৌসুমীকে।

মুক্তির দিক দিয়ে মৌসুমী অভিনীত সবশেষ সিনেমা ‘দেশান্তর’। এর আগে ‘সোনার চর’ ও ‘ভাঙ্গন’ ছবিতেও দেখা গেছে তাকে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কাজ করেছিলেন।

বর্তমানে নিউ জার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে সময় কাটাচ্ছেন মৌসুমী। মায়ের অসুস্থতা ও মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময় তাদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ তারকা।

মৌসুমীর দেশে ফেরা নিয়ে ওমর সানী বলেন, ‘এ মুহূর্তে মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নেই। আমি হয়তো সব কাজ গুছিয়ে তাদের কাছেই চলে যাব।’

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com