আজ, Tuesday


১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

হঠাৎ কেন আবেগী হয়ে পড়লেন শাকিব খান

শনিবার, ২৪ মে ২০২৫
হঠাৎ কেন আবেগী হয়ে পড়লেন শাকিব খান
সংবাদটি শেয়ার করুন....

কাকন সিকদার, স্টাফ রিপোর্টার। 

ঢালিউডের সুপারস্টার শাকিব খান। প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রি। দেখতে দেখতে তার ক্যারিয়ারের ২৬ বছর পূর্তি হলো। দীর্ঘ এই পথচলায় তিনি পেয়েছেন অভাবনীয় সাফল্য। সেই সাফল্যের পেছনে যেমন আছে তার শ্রম ও মেধার বিনিয়োগ তেমনি আছে ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিচালক, দর্শক-ভক্তদের ভালোবাসা।

সেইসব মানুষদের উদ্দেশে আবেগী বার্তা দিলেন শাকিব খান। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তাকে সম্মাননাও প্রদান করা হয়। অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে দেয়া বার্তায় তিনি ভালোবাসাবাসির কথা বলেছেন।

শাকিব পোস্টে লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা নিয়ে ক্যারিয়ারের ২৬ বছর পার করেছি, ইনশাল্লাহ, এমন জাঁকজমক আয়োজনের মাধ্যমে ৫০ বছরও পূর্ণ করার ইচ্ছে আছে। হয়তো পৃথিবীময় আমার দেশের সিনেমা তখন ডমিনেট করবে।

আন্তরিক ধন্যবাদ জানাই আমার সমস্ত পরিচালক, প্রযোজক, সহকর্মী, টেকনিসিয়ানস কলাকুশলী ও সংবাদমাধ্যমের ভাই, বোন এবং বন্ধুদের। মেরিল প্রথম আলোকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য।’

তিনি আরও লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা রইলো শাকিবিয়ানদের প্রতি, যাদের অনন্ত ভালোবাসায় আমি সিক্ত হয়ে আসছি ২৬ বছর ধরে। যাদের ভালোবাসা আমার মাথার তাজ হয়ে আছে, যাদের ভালোবাসাই আমার জীবনের অন্যতম প্রাপ্তি।

আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের একইভাবে ভালোবাসি। আমাদের এই ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে – এই ভালোবাসা, অনন্ত ভালোবাসা।’

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com