আজ, Wednesday


২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

একযোগে সারাদেশে সকল পলিটেকনিক ইনস্টিটিউট শাটডাউন

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
একযোগে সারাদেশে সকল পলিটেকনিক ইনস্টিটিউট শাটডাউন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদকঃ 


কারিগরি ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি অনুযায়ী ৬দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত (২৯ এপ্রিল) মঙ্গলবার থেকে সাড়া দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট গুলো সকল কার্যক্রম বন্ধ সহ প্রতিষ্ঠান গুলো শাটডাউন ঘোষনা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার চলমান থাকবে শাটডাউন কর্মসূচি। সহিংসতা জনদুর্ভোগ এড়াতেই শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচী পালন করছে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারন শিক্ষার্থীরা। দাবি আদায়ে দীর্ঘ ৮মাস ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলন নেতার বলেন দাবি আদায়ে যাদের সাথে বৈঠক হওয়ার কথা ছিল তাদের সাথে বৈঠক হয়নি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড ছয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে দিলেও এখন পর্যন্ত তারা একটি মাত্র বৈঠক করেছে তাদের বৈঠকে আমরা কোন সাফলতা দেখতেছি না এবং আমাদের দাবি গুলো ভবিষ্যতে কিভাবে কাজ করা হবে তা আমাদের জানানো হচ্ছে না। আমাদের ৬দফা মধ্যে কিছু দফা আছে যা প্রধান উপদেষ্টা বরাবর কিছু দফা যাবে শিক্ষা উপদেষ্টা কাছে পেশ করতে হবে কিন্তু সেই দফা গুলো নিয়ে কোন কাজ হচ্ছে না। আমাদের দাবিগুলো হলো-

১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন। মামলা বা রিট দায়ের করার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগের জন্য নিয়োগবিধি অনতিবিলম্বে বাতিল করা।

২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা।

৩. উপসহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাস করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। এ পদ সংরক্ষিত করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের ন্যূনতম দশম গ্রেডের বেসিক অর্থাৎ ১৬ হাজার টাকা বেতন দিতে হবে।

৪. কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষ ও দায়িত্বে থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে দায়িত্ব/নিয়োগ দেওয়া।

৫. কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সকল নিয়োগ বিধিমালা সংশোধন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সকল শূন্য পদে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও দক্ষ ল্যাব সহকারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা।

৬. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাস করতে হবে। বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ সিট নিশ্চিত করা।

  তাদের দাবি দ্রুত বাস্তবায়ন রূপান্তর করে দ্রুত ক্লাসে ফিরতে চান সাধারন শিক্ষার্থীরা ।
Facebook Comments Box
advertisement

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com